ইনফেলিক্স
- সৌরিন ভট্টাচার্য্য - দ্রাঘিমাভ্রষ্ট বর্ণমালা ১০-০৫-২০২৪

শীতের গোড়ায় অনাদরে বেড়ে ওঠে কিছু নখ
জমায়িত হয় বহু প্রচেষ্টায়, সহোদরের পিঠে,
সায়াল সাইমার জড়ো করা শিলার গভীর মেরুতে
অশরীরী ফ্যান্টম গ্রাস বাড়ায়; তৈলধমনীতে।
পঁচাত্তর মেগাটনের নিউকের রম্যভ্রমণে
কোরিয়ান জমির রাখাল বাজায় সাইরেনের বাঁশি -
আজকে মাঠের ফ্ল্যাঙ্ক বদলাতে বদলাতে
কিছু উদ্গীরিত সভ্যতার রশ্মি এসে পরে
আমার নগ্ন বিশ্বাসের টাওয়ারে, বিনয়ের সাথে
তক্ষকের মতো ডেকে চলে, একপল হাওয়াতে,
মৃগীর শয্যার মাথার কাছে বসা মেয়েটির মত,
টেক্সচার ছাড়ানো মার্বেলের জ্যামিতিতে -
পাঙ্খাসন্ধির নাভিশ্বর মূলাধারে জাগ্রত হয়,
কুঞ্চিত তরুণ সাপদের খোলস ছড়ানোয়।
রাইবোজোমের কোষক্রিয়ায়, লাইসোজোমে,
ভ্যান গগের অ্যাবস্ট্রাক্ট অসহায়তা প্রকাশ পায়।
পাউন্ড শিলিং পেনসের ঝুলিতে এলএসডি লুকানো,
পক্কায়মান চিনির ডানায় কোটি ঘোড়ার তেজ,
ক্রাচ নিয়ে ধীরে ধীরে হেটে বেড়ায় ডুমুরগাছ;
দক্ষিণের ক্ল্যাসিক রেকর্ডে শীৎকার ভেসে বেড়ায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।